নূপুর বসনন্তোৎসব” পালিত হলো সোদপুরে
নিজস্ব প্রতিনিধিঃ
সোদপুর “নূপুর ডান্স রিসার্চ সেন্টার” এর পরিচালনায় বসন্ত পূর্ণিমায় দোল এর দিন সোদপুরে বার্মা শেল পূজা প্রাঙ্গণ মাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হলো দশমতম বর্ষে “নূপুর বসন্তোৎসব”। সমগ্র অনুষ্ঠান জুড়ে গুণী শিল্পীদের নিয়ে বসেছিল চাঁদের হাট, সঙ্গীত, আবৃত্তি , নৃত্য, লাইফ পেন্টিং অনুষ্ঠানের মাধুর্য বাড়িয়ে দিল।। অনুষ্ঠানের শুরুতে শান্তিনিকেতনের আঙ্গিকে “ওরে গৃহবাসী ” গানটির সাথে নৃত্য প্রভাত ফেরী র মাধ্যমে বসন্ত উৎসবকে আহ্বান করলেন এবং এলাকায় সকলের মনে রঙের আবির ছড়িয়ে দিলেন সংস্থার উদ্যোক্তারা। প্রভাত ফেরি যখন মূল রাস্তা ধরে চলছিল রাস্তার দুপাশে এবং পার্শ্ববর্তী বাড়িগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অসাধারণ।মূল মঞ্চের অনুষ্ঠানে (এই উৎসবের প্রথম থেকে সাথী ছিলেন) স্বর্গীয় চন্দ্রমৌলি বন্দোপাধ্যায়ের স্মৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি র বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, নির্মল বাবুকে সম্মানিত করা হয় সংস্থার পক্ষে। বসন্ত উৎসব এর ওপরে সঙ্গীত পরিবেশন করলেন অমিতাভ চৌধুরী, অভিক মুখার্জি, পঙ্কজ নট্ট,পিনাক পানি চক্রবর্তী, প্রাঞ্জল বক্সী। আয়ুষ্মান চক্রবর্তীর গান উপস্থিত জনগণের মধ্যে বিপুল সারা ফেলল , প্রখ্যাত আবৃত্তি শিল্পী সন্দীপ ঘোষ বসন্তের কোলাজের উপরে অসাধারণ একটি আবৃত্তি পরিবেশন করলেন।। “নূপুর ডান্স রিসার্চ সেন্টারের” শিশু বিভাগ থেকে বড়রা, প্রত্যেকটা নাচ এবং তাদের সামগ্রিক উপস্থাপনা য় অভিভূত উপস্থিত জনগণ। বসন্ত উৎসবের গানে অসাধারণ নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন ডক্টর জয়ন্ত মুখার্জী, রিনা মুখার্জি, প্রদীপ্ত নিয়োগী, অনুরাধা নিয়োগী, তাপস দেবনাথ, অপর্ণা সিমলাই, আলোকপর্না রায়,সুকান্ত চ্যাটার্জি প্রমূখ।। সংস্থার পক্ষে সোমদত্তা মহাশয়া জানালেন তাদের এই দশম বর্ষ বসন্ত উৎসবে এবারের তাদের আরেকটি আকর্ষণ ছিল অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান মঞ্চের পাশেই লাইভ ছবি আঁকলেন বসন্ত উৎসবের ওপরে আন্তর্জাতিক চিত্রশিল্পী শ্রী দীপঙ্কর সমাদ্দার। এই ছবিটি সকলকে এতটাই অভিভূত করেছিল, অনুষ্ঠান মঞ্চে সংস্থার পক্ষে শ্রী মন্টু দেবনাথ ও সোমদত্তা মহাশয়া ছবিটি উপহার হিসেবে তুলে দিলেন পানিহাটির জনপ্রিয় মানুষ শ্রী সম্রাট চক্রবর্তী মহাশয় কে।। প্রায় পাঁচ ঘন্টার বসন্ত উৎসব টানটান ভাবে সুমধুর কন্ঠে অসাধারণ সঞ্চালনায় দুজন সঞ্চালক সত্যজিৎ বিশ্বাস ও সায়ন্তি মজুমদার যেভাবে দর্শককে টেনে রাখল সত্যি সেটা ভাববার বিষয়। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি অনবদ্য।। অনুষ্ঠানে উপস্থিত জনসমাগম চোখে পড়ার মত ছিল।