নেতাজির মৃত্যু রহস্য সংক্রান্ত ‘চেকা দ্য রোড অফ বোনস’ প্রকাশিত হলো

Spread the love

নেতাজির মৃত্যু রহস্য সংক্রান্ত ‘চেকা দ্য রোড অফ বোনস’ প্রকাশিত হলো

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

নেতা সুভাষচন্দ্র বসু - নামটাই যথেষ্ট, বিস্তারিত পরিচয়ের জন্য কেউ অপেক্ষা করে থাকেনা। নাম শুনলেই আবেগে হৃদয় কেঁপে ওঠে বাঙালি সহ সমস্ত দেশবাসীর।  সাধারণ মানুষের কাছে অন্তহীন আবেগের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু হলে কী হবে  আজও স্বাধীনতা সংগ্রামের বীর নায়কের অন্তর্ধানকে কেন্দ্র করে মৃত্যু রহস্য কুয়াশায় ঢাকা থেকে আছে। কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে। প্রত্যেকেই নেতাজিকে নিয়ে আবেগ ছড়িয়ে নিজেদের স্বার্থ পূরণ করার চেষ্টা করেছে, কেউ রহস্য উদ্ঘাটনের জন্য নুন্যতম চেষ্টা করেনি। উল্টে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। সাধারণ মানুষ তো বটেই নেতাজি প্রেমীরা এই ধরনের ঘৃণ্য পদক্ষেপ মানতে পারেননি।

সরকারের পক্ষ থেকে অর্থবহ উদ্যোগ না থাকলে কী হবে এই রাজ্যে একদল নেতাজি অন্ত মানুষ আছেন সেটা হয়তো সরকারের কাছে অজানা ছিল। এই মানুষগুলো ‘ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর’- এর মত আলোর ঠিকানা খুঁজে বেড়ায়। লক্ষ্য একটাই তাদের প্রিয় নেতা সংক্রান্ত রহস্য উন্মোচন।

এইরকমই এক নেতাজি ভক্ত হলেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জয়দীপ মুখার্জ্জী। ১৯৪৫ সালের ১৮ ই আগষ্ট জাপানের তাইহোকু বিমান বন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির তথাকথিত মৃত্যু রহস্যের সত্য উদ্ঘাটনের জন্য তিনি ছুটে গেছেন জাপান থেকে রাশিয়া। সামান্য আলোর সন্ধান পেলেই সেখান থেকেই তুলে আনার চেষ্টা করেছেন মুক্তো। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত সেই সব অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছেন ও প্রতিটি এপিসোড নেতাজি প্রেমী পাঠকের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলে। 

একগুচ্ছ গুণিজনের উপস্থিতিতে গত ২৩ শে সেপ্টেম্বর কলকাতার নিজাম প্যালেস সংলগ্ন এক হোটেলের সভাগৃহে সেইসব টুকরো টুকরো অভিজ্ঞতা ও আরও কিছু অতিরিক্ত বলিষ্ঠ তথ্য সম্বলিত নেতাজির তথাকথিত মৃত্যু রহস্য উন্মোচন সংক্রান্ত জয়দীপ মুখার্জ্জীর গবেষণা ধর্মী ‘চেকা – দ্য রোড অফ বোনস’ প্রকাশিত হয়। অন্যান্য রাজ্যের মানুষ যাতে বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অজানা তথ্য ও ছবি বিষয়ে জানতে পারেন তারজন্য বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। এর আগে ‘চেকা’ নামে একটি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। প্রকাশের অল্প সময়ের মধ্যেই বইটি ‘হট কেক’ এর মত শেষ হয়ে যায়।

 জানা যাচ্ছে গবেষণামূলক গ্রন্থটিতে জাপানের তাইহোকুতে তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ও তৎপরবর্তী নানান গুরত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তথ্য সহ জয়দীপ বাবুর দাবি তথাকথিত বিমান দুর্ঘটনায় মৃত্যুর পরও রাশিয়ার সাইবেরিয়া জেলে বন্দি ছিলেন নেতাজি! মৃত্যুই যদি ঘটে থাকে তাহলে এটা কী করে সম্ভব -    তথ্যসহ বিস্ফোরক দাবি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জয়দীপ মুখার্জ্জী। 

 বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল জি.ডি বক্সী, বিগ্রেডিয়ার দেবাশীষ দাস সহ প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, সুব্রত তালুকদার, রবীন্দ্রনাথ সামন্ত, অশোক কুমার দাস অধিকারী, প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, কলকাতা হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, অলোক কুমার দাস, বর্ষীয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জ্জী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। 

 জয়দীপ বাবু ফললেন - নেতাজিকে নিয়ে লেখা গ্রন্থটির মধ্যে কোনোরকম ফাঁক রাখতে চাইনি। আমাদের আবেগের অপর নাম নেতাজি। তাই বিশ্বের যেসব প্রান্তে তথ্য-সূত্র পেয়েছি সেখানেই ছুটে গেছি। তন্ন করে পরীক্ষা করেছি। বোঝার চেষ্টা করেছি। অবশেষে এই বইটি প্রকাশ করেছি। তবে আমার গবেষণা থেমে নাই। এখনো সংগ্রহ করে চলেছি তথ্য। ভবিষ্যতে হয়তো আবার কোনো গ্রন্থে সেইসব তথ্য তুলে ধরার চেষ্টা করব। পাঠকের সাড়া পেলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *