নেতাজি জন্মজয়ন্তী কাপ বাঁকুড়া পুলিশ লাইনে
। সাধন মন্ডল, বাঁকুড়া :-বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এসপি বাঁকুড়া একাদশ বনাম মিডিয়া একাদশ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজি কাপ বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো পুলিশ লাইন মাঠে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাঁকুড়া এসপি একাদশ তারা নির্ধারিত ১২ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩২ রান করে। তাদের এই রান তাড়া করতে নামে বাঁকুড়া মিডিয়া একাদশ তারা নির্ধারিত ১২ ওভার খেলা শেষে দুই উইকেট হারিয়ে ১২১ রান করে। জয়ী ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুলিশ একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাঁকুড়া জেলা প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য। মিডিয়া একাদশের হাতে বিজিত দলের ট্রফি তুলে দেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। টানটান উত্তেজনার মধ্যে খেলাটি শেষ হয় খেলায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের পুলিশ আধিকারিকবৃন্দ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গণ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। জেলার বিভিন্ন প্রান্তের ৪০জনেরও বেশি সাংবাদিক এদিনের এই প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন।