নেতাজি স্মরণ উত্তর কলকাতায়

Spread the love

১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরের সেনানে অস্থায়ী স্বাধীন ভারতের আজাদ হিন্দ সরকার ও প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নেতাজী সুভাষ চন্দ্র বসু।
এই দিনটিকে সামনে রেখে “নেতাজি সুভাষ ব্রিগেড- এক সংগ্রাম” এর আহ্বানে আজ উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক থেকে শ্যামবাজার নেতাজি মূর্তি হয়ে বাগবাজার রিডিং লাইব্রেরি পর্যন্ত এক পদযাত্রায় নেতাজি প্রেমী মানুষেরা জড়ো হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতাজি গবেষক ডঃ মধুসূদন পাল, ডঃ জয়ন্ত চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাগবাজার লাইব্রেরি হলে “ধন ধান্যে পুষ্পে ভরা” উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আজাদ হিন্দ সরকারের বিভিন্ন কার্যকলাপ এর বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তারিত ভাবে পরিবেশন করেন ডঃ পাল ও ডঃ চৌধুরী মহাশয়। “নেতাজি সুভাষ ব্রিগেড- এক সংগ্রাম” এর অধুনা সমাজের প্রতি পরবর্তী কার্যকলাপ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংস্থার সভাপতি প্রীতম বাবু ও ডঃ ইন্দ্রনীল বাবু। আজকের দিনটি জনমানশে বিশেষ প্রভাব বিস্তার করবে বলে মনে করেন সংস্থার কার্যকরী কমিটির সদস্যরা।
নেতাজির আদর্শে ” সত্য- ন্যায় ও ত্যাগ ” ও ” জয় হিন্দ ” এর মাধ্যমে সমাজ সংস্করনের ডাক দিচ্ছে ” নেতাজি সুভাষ ব্রিগেড- এক সংগ্রাম “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *