নেতাজী’র জন্মদিনে শ্রদ্ধায় ও স্মরণে , বাংলাদেশের নেত্রকোণায় “লোকজ মেলা”র চতুর্থ দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাবুল সাহা: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের নেত্রকোণায় শুরু হয়েছে সপ্তাহব্যাপি লোকজ মেলা। এই মেলার চতুর্থ দিনে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে শ্রদ্ধা ও স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিজ পহেলি দে’র সঞ্চালনায়,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি ‘র সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নেতা জনাব কামরুজ্জামান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় মূ্খ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু পিপিএম,অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন কলকাতাস্থ নেত্রকোণা সম্মিলনী’র সভাপতি অধ্যাপক মানিক সরকার, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি’র ভারতের সাংস্কৃতিক ফোরামের সভাপতি মিঃ তরুণ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা ও লিমেরিক কবি মোঃ মনজুর উল হক সহ অন্যান্য আলোচকবৃন্দ । ড. নিলুফার ইয়াসমিন এর তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প,সন্ধ্যায় মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার সাংস্কৃতিক ফোরামের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জীবন নদীর তীরে যাত্রাপালা উপস্থাপিত হয়। উল্লেখ্য যে, সকল অনুষ্টানই ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ মাঠে, বীর মুক্তিযোদ্ধা মনজুর উল হক ও অধ্যাপক মানিক সরকার মৈত্রী মঞ্চে।