শুভদীপ ঋজু মন্ডল
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ১৩৫ তম জন্মদিবস তথা শিক্ষক দিবস কেক কেটে পালন করল সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য। তিনি বলেন নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের আমন্ত্রণে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আমি আনন্দিত, অভিভূত ও আপ্লুত ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধা ও শৃঙ্খলা বদ্ধতা আমার চিরদিন মনে থাকবে। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে যে শৃঙ্খলা বোধ তৈরি করেছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাতে আমি গর্বিত আমার থানা এলাকার বিদ্যালয় হিসেবে। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দকে। এদিন বিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষ অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছিল খুদে পড়ুয়ারা তাদের হাতের নিপুলতা আমাকে মুগ্ধ করেছে। এখানে উল্লেখ্য এই বিদ্যালয়টি “নির্মল বিদ্যালয়” হিসেবে পুরস্কৃত হয়েছে ২০১৬ সালে এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক” শিক্ষারত্ন” সম্মানে ভূষিত হয়েছেন। আজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফুল মালায় ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে তারা কবিতা আবৃতি, নাচ ,গান পরিবেশন করে। বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী শিল্পা পাহাড়ি বলে আমরা আনন্দিত ও গর্বিত আজকের দিন শুধু শ্রদ্ধা জানানোর দিন। আজ পড়া পড়া নয় আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আনন্দ ভাগ করে নিলাম। আমরা শিক্ষাগুরুদের কাছ থেকে আশীর্বাদ চাইলাম তারা যেন আমাদের এই আশীর্বাদ করেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য মাংস মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছিল