অর্ণব রায়
নেহেরু যুব কেন্দ্র বর্ধমানে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিন সকাল ন’টায় বর্ধমানের অফিসে পতাকা উত্তোলন করেন জেলা যুব সমন্বয়ক মাননীয়া উত্তরা বিশ্বাস মহাশয়া। এছাড়াও ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার্সরা নিজস্ব ক্ষেত্রে পালন করে ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিন সকাল ১১ টায় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফিট ইন্ডিয়া ইয়ুথ ক্লাব এর উদ্বোধন হয়। তারই অঙ্গ স্বরূপ “ফিট ইন্ডিয়া ফ্রিডম রান” আয়োজিত হয় নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি ক্লাবে। এছাড়াও ফুটবল ম্যাচ, স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও করোনার সচেতনতা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। এটিন নেহেরু যুব কেন্দ্র পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রতিটি জেলার যুব সমন্বয়ক, আধিকারিক ও বেশ কিছু ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার দের সম্বর্ধিত করা হয়। নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের হিসাবরক্ষক শ্রী সুজন ঠাকুর জানান যে, করোনা আবহের মধ্যে বড় জমায়েত বন্ধ থাকায় স্থানীয় স্তরে ছোট ছোট কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ৭৪ তম স্বাধীনতা দিবস।