নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার উদ্যোগে সমগ্র বাঁকুড়া জুড়ে অনুষ্ঠিত হচ্ছে হিন্দি পাকওয়াড়া কর্মসূচি।
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৯ শে সেপ্টেম্বর অর্থাৎ এর মধ্যে অন্তর্গত রয়েছে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি।
জেলা যুব আধিকারিক শ্রীমতি অন্বেষা ভট্টাচার্য জানান, কার্যালয় সমস্ত নির্দেশিকা চিঠি বিজ্ঞপ্তি দৈনিক উপস্থিতি এগুলির সবকিছুই হিন্দিতে রূপান্তর করার বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই বিষয়ে আরো বিশাদে খুঁটিনাটি পার্ক দেওয়া হচ্ছে সেমিনার ও ওয়াকসপগুলিতে এগুলিতে আধিকারিকরা ছাড়াও অংশগ্রহণ করছে ইউথ লিডার ও ইউথ ভলেন্টিয়াররাও প্রতিদিন কার্যালয়ে বিজ্ঞপ্তি বোর্ডের একটি করে বিশেষ হিন্দি শব্দ প্রদর্শন করে, সেই দিকে যুবদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা হয় বলে জানালেন শ্রীমতি ভট্টাচার্য তিনি আরো বলেন, এভাবে যুবদের হিন্দি ভাষাগত দখল বাড়বে ও ভবিষ্যতে কোন হিন্দি জাতীয় স্তরে স্তরের কর্মসূচি অংশ নিতে গেলে হিন্দি বলার ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের অভাব হবে না।