ন্যাশনাল লিগ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে আইনি সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল লিগাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল ১০ মার্চ রবিবার কাকদ্বীপের মন্মথপুর প্রণব মন্দিরে এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ।এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বপন পাঠক ।তিনি তাঁর ভাষনে মূলত গ্রামের মহিলাদের নানান ধরনের আইনের সুযোগ সুবিধা ও অধিকার নিয়ে আলোচনা করেন তিনি মহিলাদের আইনি নানান সমস্যার উল্লেখ করে তার সমাধানের পথ বাতলে দেন। অনুষ্ঠানে অপর বক্তা ছিলেন সংগঠনের সম্পাদক আইনজীবী মানব কুমার সরকার। তিনি ক্রেতা সুরক্ষা আইনের বিষয়ে সুন্দর আলোচনা করেন, উদাহরণ সহযোগে গ্রাহক এবং ক্রেতাদের নানান ধরনের অধিকারের কথা ব্যাখ্যা করেন। প্রসঙ্গক্রমে তিনি কনজ্যুমার প্রটেকশন অ্যাক্ট ২০১৯ এর উল্লেখ করেন।
মন্মথপুর প্রণব মন্দিরের কর্ণধার সত্যরঞ্জন মহাপাত্র স্বাগত ভাষণ দেন এবং তিনি সভাটি সঞ্চালনা করেন ।অন্যান্য বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অপূর্ব কুমার মন্ডল, গৌরগোপাল ভট্টাচার্য প্রমুখ আইনজীবী। অপূর্ববাবু পৈতৃক সম্পত্তিতে মহিলাদের অধিকার প্রসঙ্গে আলোচনা করেন। এই আইনি সচেতনতা শিবির স্থানীয় অঞ্চলে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সাধারণ মানুষ সহ প্রায় দুশো মহিলা শিবিরে উপস্থিত ছিলেন।