ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষেও ফুটপাথ উচ্ছেদ অভিযান শুরু

Spread the love

ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষেও ফুটপাথ উচ্ছেদ অভিযান শুরু

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনে এবং ফুটপাত দখল মুক্ত করার অভিযানে পেলোডার নিয়ে রাস্তায় অবতীর্ণ।বুধবার শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান।বৃহস্পতিবার রামপুরহাট পৌরসভার পাশাপাশি বোলপুর,দুবরাজপুর,সিউড়ি পৌরসভা এলাকা জুড়েও শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান।শুক্রবার রামপুরহাট থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত মনসুবা মোড় থেকে শুরু হয় অভিযান। প্রশাসনের উদ্যোগে জাতীয় সড়কের ধারে অবৈধভাবে বসবাসকারী ব্যবসায়িকদের উচ্ছেদ শুরু করা হয় নতুনভাবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে ফুটপাথ উচ্ছেদের কর্মসূচি হিসেবে আজ রামপুরহাটের মুনসুবা মোড় থেকে শুরু হয়ে সানঘাটা পর্যন্ত যে সমস্ত দোকানপাট অবৈধভাবে হাইওয়ের জায়গা দখল করে রয়েছে সেগুলিকেই আজকে দখল মুক্ত করা হয় বলে জানা যায়। এই অভিযানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বি এল আরও নীলেশ্বর ভট্টাচার্য এবং ন্যাশনাল হাইওয়ের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। ন্যাশনাল হাইওয়ে উচ্ছেদ এখন কার্যকর থাকবে বলে জানান আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *