পঞ্চম বর্ষ সারা বাংলা লিটিল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন
প্রণব ভট্টাচার্য ,উলুবেড়িয়া
হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙ্গালপুর মহিলা বিকাশ প্রাঙ্গণে লিখতে পড়তে শেখান ও সাহিত্য সেবক পত্রিকার আয়োজনে তিন দিন ধরে চলল পঞ্চম বর্ষ সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা ও গ্রামীণ সাহিত্য সম্মিলন। সারা বাংলার বিভিন্ন ধরনের পত্র পত্রিকা ও পুস্তকের স্টল এখানে বসেছিল বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক তথা অন্যতম কর্মকর্তা হেমন্ত রায় ।তিনি বলেন, মেলায় বিভিন্ন ধরনের শিক্ষা সচেতনতা সাংস্কৃতিক সামাজিক সেবা মূলক স্টল ছিল। রকমারি খাবার ও বিকিকিনির সম্ভার নিয়ে মিলন মেলা পরিণত হয়েছিল জন জোয়ারে।
উদ্বোধনী অনুষ্ঠানে নক্ষত্র সমাগম ঘটে। সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে। তাদের মধ্যে কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্র কমল মুখার্জি,কবি সম্পাদক তথা প্রাবন্ধিক ডঃ অশোক চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির অধিকর্তা প্রশান্ত রক্ষিত, স্হানীয় উপ প্রধান সেখ আশিক রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । পাক্ষিক পত্রিকা আলেয়া- র সম্পাদক মোহন লাল কাপড়ী কে রবি অর্ঘ্য সম্মানে ভূষিত করা হয় বলে জানান মেলার সভাপতি গোপাল ঘোষ।