পড়াশোনার পাশাপাশি খেলাধুলার তাগিদে ফুটবল প্রতিযোগিতার আয়োজন, লোকপুরে

Spread the love

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার তাগিদে ফুটবল প্রতিযোগিতার আয়োজন, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাড্ডি মাতৃ সংঘের পরিচালনায় স্থানীয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন খেলার মাঠে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত রবিবার। সোমবার ছিল চুড়ান্ত পর্যায়ের খেলা।বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় লোকপুর থানার কমলপুর মনতোষ একাদশ বনাম পান্ডবেশ্বর খয়েরবন জগন্নাথ ফুটবল দলের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমিমাংসিত থাকায় ট্রাইবেকারে মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। ৬-৫ গোলের ব্যবধানে পান্ডবেশ্বর খয়েরবন জগন্নাথ ফুটবল দল বিজয়ী ঘোষিত হয়।পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ চার হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ,ম্যান অফ দ্যা সিরিজ এবং ম্যান অফ দ্য গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সদস্য কাঞ্চন ঘোষ, প্রবীর দাস, অরিজিৎ গোপ, পিন্টু লোহাররা সেই কথা জানান।
একান্ত সাক্ষাৎকারে ক্লাব সদস্য আশীষ ঘোষ বলেন ভাড্ডি মাতৃ সংঘের পরিচালনায় নিয়মিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো কিন্তু মধ্যে খানে টিভি, মোবাইলের দৌরাত্ম্যে খেলায় কিছুটা হলেও ভাটা পড়ে। সেটাকে কাটিয়ে আবার খেলার উদ্দেশ্যে বর্তমান যুব সমাজকে মাঠমুখি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মনমানসিকতা ভালো থাকে। খেলা জাতির একটা ভবিষ্যৎ সেটাকে লক্ষ্য রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি তারই এক ক্ষুদ্র প্রয়াশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *