পড়ুয়াদের ব্যাগ, টুপি ও মায়েদের শাড়ি এবং মশারী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পড়াশোনার মান উন্নয়ন, উৎসাহ প্রদান, সর্বোপরি পড়াশোনার ভীতকে আরো শক্তিশালী এবং আনন্দ বিনোদনের মাধ্যমে বাচ্চাদের স্কুল মুখী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশু শিক্ষা নিকেতন নামক ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থাপনা। পরিচালনার দায়িত্বে রয়েছেন টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল শাখা। উক্ত সংস্থা পরিচালিত পড়ুয়া সহ তার মায়েদের বিভিন্ন সরঞ্জাম প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন
কলকাতার রাজারহাট হেল্পিং হ্যান্ডস,ইউনি ওয়ার্ল্ড সিটি নামক স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যায় যে, বীরভূম সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের চারটি গ্রাম এলাকার এবং রাজনগর ব্লক এলাকার আটটি গ্রামের পড়ুয়া সহ তাদের মায়েদের জন্য বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। সেই প্রেক্ষিতে গত ৪ ও ৫ ই জানুয়ারি দুই দিন ধরে ঝাড়খণ্ড রাজ্যের চারটি গ্রাম এবং রাজনগর ব্লক এলাকার আটটি শিশু শিক্ষা নিকেতন এর পড়ুয়াদের স্কুল ব্যাগ, টুপি,মেয়েদের জন্য চুড়ি দেওয়া হয়। পাশাপাশি উক্ত পড়ুয়াদের মায়েদের হাতেও শাড়ি এবং মশারী প্রদান করা হয়। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর অসহায় এবং দুস্থ মহিলাদের মধ্যেও শাড়ি এবং মশারী বিতরণ করা হয়।জানা যায় মোট ৩৫০ টি স্কুল ব্যাগ,৩০০টা টুপি, ৩৫০টি শাড়ি এবং ৬০০টি মশারী প্রদান করা হয় । রবিবার রাজনগর এলাকায় বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস সংস্থার পক্ষে নিহার মিশ্র, ব্রজেস বেহেতি, গোবিন্দ আগ্রোয়াল,বিমল ঝুনঝুনওয়ালা,রতন গোয়েল সহ টেগোর সোসাইটির পক্ষে প্রকাশ সিনহা, জয়দেব সীট সহ অন্যান্য কর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে দুদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত ।