পথশ্রী রাস্তার সূচনায় রাইপুরের বিডিও উদয়নারায়ণ দে
পথশ্রী রাস্তার সূচনায় রাইপুরের বিডিও উদয়নারায়ণ দে
। সাধন মন্ডল বাঁকুড়া:–পথশ্রীর চতুর্থ পর্যায়ের কাজ চলছে দিকে দিকে পিছিয়ে নেই জঙ্গলমহল এর রাইপুর ব্লকও আজ সোমবার রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের দেমুসন্যা আটচালা থেকে সুনীল হাজারীর বাড়ি পর্যন্ত ৬৩০ মিটার রাস্তা ইন্টারলোকিং কংক্রিট ব্লক ব্লক ঢালাই রাস্তা নির্মাণ যার বরাদ্দ টাকার পরিমাণ ৩৩ লক্ষ ৭ হাজার৩২১ টাকা ও সাতপাটা মৌজায় জে এল নাম্বার ২৪০, সাহেব ঘোষের বাড়ি থেকে হিমাংশু রথের বাড়ি পর্যন্ত। ৯৫০ মিটার ইন্টারলোকিং ব্লক দ্বারা কংক্রিটের রাস্তা।বরাদ্দ ৪৯ লক্ষ ৯৩ হাজার ৪৮৯ টাকা এই রাস্তাগুলির আনুষ্ঠানিক সূচনা হলো আজ ফিতে কেটে সূচনা করলেন রাইপুর ব্লকের বিডিও উদয় নারায়ন দে সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল, সহসভাপতি সঞ্জয় মন্ডল,শংকর হাজারী সহ এলাকার বিশিষ্ট মানুষজন। গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যবৃন্দ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা গুলি তৈরি করার তারা খুশি রাস্তার সূচনা হওয়ায়। রায়পুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা গুলি করার এছাড়া আরো অনেক এলাকায় রাস্তা নির্মাণ হচ্ছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। জঙ্গলমহলে রাইপুর ব্লকে ৪৭ কিলোমিটার রাস্তা নির্মাণ হবে পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে।



Post Comment