পথের দাবী

Spread the love

পথের দাবী

স্মৃতি সাহা (দমদম)

ও পথ তোর শেষ বলে কিছু কী নেই ?
মাথার বোঝা টেনে টেনে ওই দীর্ঘ গলি বেয়ে..
তোর পায়েতে পৌঁছিনু আজ জীবন প্রান্তে এসে , মাথা নত !
কোথায় তোর গন্তব্য ? পৌঁছে দেওয়ার দাম নিস কত?

গাছেরাও পায় না তার পাতা ঝরা সংকেত
কত দূর আর কত দূর বলে দে তোর ব্যাকুলতা কত?
আর কত হাঁটা রইলো বাকি !
মিথ্যা সব যশ খ্যাতি…!
ঘরের কোণও পরম স্বার্থপর ।

জীবন জয়ে শেষ নেই মানুষেরই যত অভিপ্রেত।
হারিয়ে গেলে খুঁজো ,খুঁজলে পেতে পার পথে বিপথে স্থির প্রত্যয়ে বাঁচার সংকেত।
সবুজ ঘাসে বনবাদাড়ে খুঁজবে তোকে আমার দুটো সন্ধানী চোখ,
সমুদ্রের নোনা জলে মিশে যায় স্বপ্ন, অবেলার ক্ষোভ।

ও পথ ‘ তোকে পদতলে পিষে ই যত প্রশ্রয়?
তোর বন্ধন চেনা অচেনা অভিযান
তুই তো অনন্ত সময় অপার
অতীত বর্তমান ভবিষ্যতের স্মরণ স্মৃতি রেখা সব।
শৈশব জন্মভূমি বিম্বিত প্রতিফলনে নিশান খুঁজি;
পথেই পথিকের ভ্রম , তবে অবসন্ন শরীর জুড়ে নেই তোর ক্লান্তি !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *