পথের শেষে
চিত্রা কুণ্ডু বারিক (কলকাতা)
বহুবছর চলছি সোজা একটা পথ ধরে। চলতে চলতে ক্লান্তি আসে শরীরে। মাঝে মাঝে থেমে যাই ভাবি উফ্ কবে যে শেষ হবে এপথ চলা। রাস্তা বড় লম্বা, বসতে গেলেই পিছিয়ে পড়া, বিশ্রাম নিতে গেলে দেরি হওয়া। কারণ পিছনে থাকা মানুষ আমাকে ফেলে এগিয়ে যাবে। তখন আরও ক্লান্তি আরও পরিশ্রম। দেখা যাবে কখন অন্ধকার নেমে আসবে। হারিয়ে যাবে সবকিছু। কোথায় যাবো, কি করবো হয়তো দিক শূন্য হয়ে যাবে।
তাই ক্লান্তি ভুলে একভাবে হেঁটে চলেছি আজো। জানি না সেই পথের শেষ কোথায়!
জানা নেই কতক্ষন আলো থাকবে, চোখের দৃষ্টি আছে, পায়ের শক্তি দিয়ে চলছি এখনও। এদিক ওদিক না তাকিয়ে হেঁটে চলেছি আজো। এ পথের সন্ধান মেলেনি আজও। যে উদ্দেশ্যে চলছি জানা নেই কবে তার আসবে সফলতা। তবুও থামা নেই। বড় ক্লান্ত লাগছে। একটা সফলতা শেষ হলেই আবার নতুন উদ্যমে নতুন উদ্দেশ্য শুরু, এই করেই পথ বেড়ে চলেছে।
অজানা পথ ধরে এগিয়ে চলছি প্রতিদিন প্রতি মুহূর্তে। হঠাৎ করে কবে যে চলার পথে অন্ধকার নেমে আসে আর থেমে যাবো চিরতরে।