পথ দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে আগাছা পরিষ্কার পুলিশের উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান। পথ দূর্ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে এরূপ বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত পোস্টার ব্যানার সহযোগে নানান কর্মসূচির মাধ্যমে সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয়ে থাকে। পাশাপাশি এবার পথ দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে থাকা আগাছা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন লোকপুর থানার পুলিশ। জানা যায় লোকপুর থানার জাহিদপুর গ্রাম থেকে দেবগঞ্জ গ্রামের রাস্তার দুপাশে আগাছায় পরিপূর্ণ। যারপরনাই অনেক সময় দূর্ঘটনার শিকার হতে হয় পথযাত্রী সহ গাড়ি চালকদের। সেরূপ ঘটনা পরখ করতেই রাস্থার দুপাশে আগাছা পরিষ্কার করানোর উদ্যোগ নেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। সেই মোতাবেক সোমবার জেসিবি মেশিনের সাহায্যে উক্ত এলাকায় রাস্থার দুপাশে প্রায় তিন থেকে চার ফুট সীমার মধ্যে থাকা সমস্ত ধরনের আগাছা পরিষ্কার করা হয়। স্থানীয় এলাকাবাসী সহ পথযাত্রী দের অভিমত আগাছা পরিষ্কার হোওয়ার ফলে চলাচল করতে সুবিধা হবে। অনেক সময় আগাছার ফলে বিশেষ করে রাস্তার বাঁক গুলোর ক্ষেত্রে মুখোমুখি ধাক্কা লেগে যাবার ভয় থেকে যায়। বেশ কয়েকবার এই পথেই মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা দেখা গেছে। দূরদৃষ্টিসম্পন্ন পুলিশের এরূপ মানবিক কাজের প্রশংসা করেছেন এলাকাবাসী।