পথ দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা শিবির খয়রাসোল পুলিশের

Spread the love

পথ দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা শিবির খয়রাসোল পুলিশের

শেখ রিয়াজউদ্দিন বীরভূম :- পথ দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ঘোষিত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচলন হয়। সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের সাথে সাথে খয়রাসোল থানার পুলিশও এবিষয়ে সদা জাগ্রত। উপরন্ত দূর্গা পূজা উপলক্ষে বিশেষ ভাবে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শনিবার খয়রাসোল থানা পুলিশের পক্ষ থেকে। এদিন খয়রাসোল উন্নয়ন সংঘ ও খয়রাসোল আমরা সকলে ক্লাবের মন্ডপ দুটির সামনেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হয়।জীবন সুরক্ষিত রাখুন, হেলমেট ব্যবহার করুন, চার চাকার ক্ষেত্রে সীটবেল্ট ব্যবহার করুন,গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখুন,তাতে জীবন বিপন্ন হবে না বলে পুলিশের পক্ষ থেকে প্রচার অভিযান চালানো হয়। বিশেষ করে খয়রাশোল থানা এলাকায় রাস্তার উপরে যে সমস্ত পুজো মণ্ডপ গুলি রয়েছে সে রকম জায়গা গুলোকেই চিহ্নিতকরণ করে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে বলে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *