পথ দূর্ঘটনা রোধে রাস্তা সারাইয়ের কাজে উদ্যোগ গ্রহণ খয়রাশোল থানার ওসি র
সেখ রিয়াজুদ্দিন বীরভূম, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের জেরে বীরভূমের খয়রাশোল থানার ভীমগড় বাজার, বাসস্ট্যান্ড সহ রেললাইনের পশ্চিম প্রান্তের ১৪নাম্বার জাতীয় সড়কের ওপর বড়ো বড়ো গর্তের আকার ধারণ করে। যারফলে যাত্রীবাহী বাস ও ট্রাক,টোটো,অটো সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকেরা চরমতম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। স্থানীয় ব্যাবসায়ীরা জানাচ্ছেন,রাস্তার পাথর ছিটকে এসে কখনো পথচারীদের শরীরে তো কখনো দোকানের শোক্যাসের কাঁচে এসে ছিটকে লাগছিল বন্দুকের গুলির ন্যায়। রাস্তার সমস্যা নিয়ে জর্জরিত ব্যাবসায়ী সহ এলাকাবাসী ক্ষুব্ধ। জাতীয় সড়ক কতৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ভীমগড় বাজার সমিতির সদস্যরা ফের একবার খয়রাশোল থানার ওসি কে অবগত করেন।খয়রাশোল থানার মানবিক ওসি নিজ উদ্যোগে তড়িঘড়ি এদিন শনিবার সকাল থেকেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করান।রাস্তা সারাইয়ের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি ব্যবসায়ীমহল সহ এলাকাবাসীরা।ব্যবসায়ীরা খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ইতিপূর্বেও বর্তমান ওসি রাস্তা সংস্কার করিয়ে ছিলেন। এদিন রাস্তা সারাইয়ের তদারকির দায়িত্বে ছিলেন সমাজসেবী তথা শিক্ষক শ্যামল কুমার গায়েন,ভীমগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু সাঙুই,সমাজসেবী সুখেন ব্যানার্জী সহ বাজার সমিতির অন্যান্য সদস্যরা।