পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক শিবির,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় ও খয়রাশোল সবুজ সংঘের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক অনুষ্ঠান। উল্লেখ্য গত ১৭ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামী ২৩ শে জানুয়ারি পর্যন্ত।এদিন রবিবার বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশশোল সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে উক্ত বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। পাশাপাশি স্থানীয় ক্লাব প্রাঙ্গণ থেকে ব্যানার সহযোগে একটি পদযাত্রা বের হয়।পথ নিরাপত্তা জনিত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভা থেকে উঠে আসে যেভাবে দিনের পর দিন সচেতনতার অভাবে পথদুর্ঘটনা ঘটে চলেছে,তা প্রতিরোধের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে পথ চলাচল করতে হবে।সেই সমস্ত রকম পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি ও প্রচার অভিযান চালানোর লক্ষ্যে বেশ কিছু যুবকদের হাতে জার্সি ও টুপি তুলে দিলেন। উৎসাহ উদ্দীপনা সহকারে যুবকরা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তায় নেমে প্রচার অভিযান চালায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। খয়রাসোল সবুজ সংঘের সম্পাদক ভজহরি রজক, শিক্ষক করুনাময় কর্মকার, ক্লাব সদস্য লোকনাথ রক্ষিত সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন যুব সম্প্রদায়ের মধ্য দিয়ে একটা বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া। আমাদের সমাজের মানুষকে বাঁচাতে রোড সেফটি তথা পথ নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে সরকার উদ্যোগ নিয়েছেন এবং ক্লাবের মত প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সমাজের প্রতিটি মানুষ সচেতন ভাবে পথ চলাচল করুক। প্রতিটি স্তরে মানুষ একে অপরের হাত ধরে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলুক। সরকারের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানাই।