পথ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির পুলিশের উদ্যোগে

Spread the love

পথ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির পুলিশের উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার ঝাড়খণ্ডের কুন্ডহিত থেকে রাজনগর ঢোকার পথে অবস্থিত রাজনগর টোলগেটে পথযাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যবস্থাপনায় এবং রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এদিন রাজনগরের টোলগেট দিয়ে যাতায়াতকারী পথযাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। রাজনগর থানার ওসি শামীম খানের নির্দেশে এবং এস আই অরিন্দম দেবনাথ ও এএসআই পূর্ণচন্দ্র সাহার তত্ত্বাবধানে এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত পথযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো আজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে স্বভাবতই খুশি পথযাত্রীরা।ঝাড়খণ্ড সহ রাজনগর এলাকার বহু পথযাত্রী চিকিৎসা পরিষেবা নেন বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *