পরকীয়া সন্দেহে অ্যাসিড হামলায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রীর অভিযোগে ধৃত স্বামী
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম :- পরকীয়া সন্দেহে স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রাম থানা এলাকার ঘটনা। বিবরণে প্রকাশ, স্ত্রীর পরপুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সেই সন্দেহ বশতঃ প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। নিত্যদিনের অশান্তি এড়াতে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে বাপেরবাড়ি চলে যায় তার স্ত্রী। এরমধ্যেই শনিবার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে তার মা। সেই খবর মেয়ের বাবার কাছে পৌছতে তিনিও সন্ধ্যায় মেয়ের বাড়িতে হাজির হয়ে পড়েন ।পরকীয়া সন্দেহের জের সেইসূত্রে এখানে এসেও ফের সেই সূত্র ধরে বচসা শুরু হয়ে যায় স্বামী- স্ত্রীর মধ্যে।বচসা থেকে অশান্তি একসময় তীব্র আকার ধারণ করে। তখন সঙ্গে থাকা বোতল ভর্তি অ্যাসিড তার স্ত্রীর মুখ লক্ষ্য করে ছুঁড়ে দেন বলে অভিযোগ।সেক্ষেত্রে স্ত্রীর মুখ ও দুই হাত অ্যাসিডে আক্রান্ত হয়ে পড়ে।সেই মুহুর্তে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা তাঁর মেয়ে ও একরত্তি নাতি তাদেরকেও অ্যাসিড হামলার শিকার হতে হয়। ঘটনার পর অন্ধকারে গা ঢাকা দেন অ্যাসিড আক্রান্ত মহিলার স্বামী অসীম লেট।খবর পেয়ে গ্রামবাসীরা তড়িঘড়ি তিনজনকেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। অভিযুক্তর খোঁজে জোর তল্লাশি শুরু করেন পুলিশ।অভিযুক্ত ব্যাক্তির এলাকা ছেড়ে পালিয়ে যাবার চেষ্টাকে বানচাল করে দেন পুলিশ এবং রাত্রের মধ্যেই অভিযুক্তকে আটক করে ফেলে পুলিশ। পরদিন অর্থাৎ সোমবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা পুলিশের পক্ষ থেকে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ সাত দিনের আবেদন করেন। সেক্ষেত্রে বিচারক ধৃতকে ছয়দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়।