পরিণত পরিণয়
স্বপ্না ব্যানার্জ্যী,তিয়াসা (শিলিগুড়ি)
জীবন মানে কি পালিয়ে বেড়ানো?
আগুন লাগা ফাগুন মনেও প্রজাপতি ভীড় করে।
জীবন মানেই কি হতেই হবে প্রথম দেখায় প্রেম?
বকুল মালা খোঁপায় জড়ানো কি শুধু ই প্রেমিকের কাজ?
চোখের কোণের বৃষ্টিধারা সুখের ও হয়।
জীবন মানেই স্বপ্ন দেখা নিরালায় নির্জনে,
উদাসী স্বপ্ন বালুচরেও বাসা বাঁধে।
ভালোবাসি বলার কি দরকার আছে?
সেতো আলোর খেয়া আঁধারে গেলেও বলে দেবে সত্য টা কি।
তোমার আমার মিলনে খিলখিলিয়ে বয়ে চলে জোয়ার।
ভালোবাসার প্রতিটি অঙ্গে আছে গোপনীয়তা,
জীবনের এক অজানা বাঁকে তোমার আমার শব্দচয়নে মনের ক্যানভাসে এঁকেছি ছবি।
আমাদের ভালোবাসার মাঝে থাকবে না কোনো এলোমেলো হাওয়া,
সময়ের স্রোতে বিরামহীন ভাবে বয়ে চলবে আমাদের মুক্ত কথা।
লাল গোলাপী পাপড়ি হয়ে ঝড়বে সোহাগের ফাগ,
তোমার উষ্ণ ছোঁয়ায় চলবে স্বস্তির নিঃশ্বাস প্রশ্বাস,
পরম তৃপ্তিতায় দক্ষিণা রঙিন বসন্ত আছড়ে পড়বে আমাদের ভালোবাসায়।