পরিবেশের ভারসাম্য বজায়ে বৃক্ষরোপন কর্মসূচী
সেখ সামসুদ্দিন, ২০ জুলাইঃ মেমারি থানার খয়েরপুর দুইসীমানা গ্রামের জোহার মারাংবুরু হিল্লো সেবানিকেতনের উদ্যোগে বর্ধমানের সরপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের সহযোগিতায় খয়েরপুর, দুইসীমানা, সেনপুর এলাকার শ্মশান, মন্দির, রাস্তারধার, খালের ধার সহ বিভিন্ন জায়গায় প্রায় সাড়ে তিন শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এখানে এস আই ক্লাবের সদস্য তথা ডঃ শিখা আদিত্য, শচীইন্দ্রানী ঘোষ সহ মহিলা সদস্যদের সঙ্গে প্রাক্তন মহিলা কমিশনার, গ্রামীণ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। জোহার মারাংবুরু হিল্লো সেবানিকেতনের পক্ষ থেকে সরকার মান্ডি জানান তিনি মানুষের মধ্যে সামাজিক সচেতনতাযর বার্তা নিয়মিত দিয়ে থাকেন। একইসঙ্গে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কথাও প্রচার করেন। এদিনের লাগানো গাছগুলিরও রক্ষাণাবেক্ষণের দায়িত্ব তিনি নেন। রাজ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ শিখা আদিত্য জানান বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর এই সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকেন। এবারেও করছেন এবং ফলের গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা প্রদান করছেন রোপণ করছেন।