পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
শ্রী জগন্নাথ বিশ্ব চেতনার প্রতীক
শ্রী জগন্নাথ পৃথিবীর আরাধ্য দেবতা। শ্রী জগন্নাথ বিশ্ব চেতনার প্রতীক। পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে শ্রী জগন্নাথ পূজা কমিটি আয়োজিত দ্বিতীয় বার্ষিক জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিধায়িকা রত্না চ্যাটার্জি বলেন, শ্রী জগন্নাথের সংস্কৃতি সর্বজনীন। স্থানীয় বিধায়িকা চ্যাটার্জি জানান, পুরী বাঙালির দ্বিতীয় শহর। জগন্নাথের দর্শনে বারবার পুরী যায়। এই কমিটির সদস্যদের সহযোগিতায় এক বছরের মধ্যে পর্ণশ্রীতে জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির সভাপতি দিলীপ পারিডার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্পাদক ধর্মেন্দ্র পারিডা। পুজোর পর বৈঠকের কাজে সহযোগিতা করেন বিধায়িকা চট্টোপাধ্যায়। পূজা কমিটি তাকে জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রার ছবি উপহার দেয়। শুক্রবার কালযাত্রার মধ্য দিয়ে কলশ স্থাপনের পর শুরু হয় পূজার কাজ। ওড়িশার পুরী জেলা থেকে আসা পণ্ডিত সত্যবান মুদ্রার নেতৃত্বে তিনজন লোক পূজা করছেন। দিনরাত প্রসাদ সেবন করছেন জগন্নাথের ভক্তরা। পুরো এলাকা জগন্নাথের মদে ভরে গেছে।