পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ডাকে সিডিপিও অফিসে ডেপুটেশন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অনারিয়াম, অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে।নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে। জোর করে, ভয় দেখিয়ে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। সম্মানের সাথে কাজ করার পরিবেশ দিতে হবে। সকলের জন্য পেনশন গ্রাচুয়িটি চালু করতে হবে। ৬৫ বছরে ছাঁটাই হওয়ার সময় সময়োপযোগী ক্ষতিপূরণ দিতে হবে।জীবন বীমা ও স্কলারশিপ দিতে হবে। পরিচয় পত্র দিতে হবে।ডিম -সবজি- জ্বালানির খরচ বাজার দর অনুযায়ী দিতে হবে। সুপারভাইজার পদে সরকারি আদেশ নামা অনুযায়ী ৫০ শতাংশ পদে প্রমোশন দিতে হবে এরূপ বেশ কয়েকদফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ অঙ্গনাওয়ারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির খয়রাশোল ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার খয়রাসোল ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের নিকট। উক্ত দাবি দাওয়া সম্বলিত প্লে কার্ড সহকারে এক বর্ণাঢ্য মিছিল খয়রাসোল এলাকা পরিক্রমা করে সিডিপিও অফিসের সামনে জমায়েত হন । সেখানে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের কর্মক্ষেত্র সহ বিভিন্ন স্থানে তাদের অসুবিধার কথা তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে। পাশাপাশি চাকরিতে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি ইত্যাদি দাবি সম্বলিত স্মারকলিপি সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে সিডিপিওর হাতে তুলে দেন।দাবি-দাওয়া গুলি যত্ন সহকারে সিডিপিও দেখেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে সংগঠনের পক্ষে বর্ণালী গড়াই ,শান্তনা গড়াই, বিউটি চ্যাটার্জী,নীলিমা ব্যানার্জি প্রমুখ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাগণ জানালেন সেই কথা।