পশ্চিম বর্ধমানে করোনা ভাক্সিন ১৯০০০

Spread the love

কাজল মিত্র,

:- আসানসোল জেলা হাসপাতালে বুধবার, 19,000 করোনার ভ্যাকসিন পশ্চিম বর্ধমানের কলকাতা থেকে আসানসোল পৌঁছাল সিএমওএইচ ডাঃ অশ্বিনী কুমার মাজি জানান, মঙ্গলবার রাতে ১৯ হাজার টিকা পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগে ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রথম দিন দশটি স্থান থেকে মোট 1000 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। এই ভ্যাকসিনটি জেলার 10 টি স্থান থেকে বিতরণ করা হবে। প্রথম দিন 10 টি স্থানের মোট 1000 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে, 18671 জনকে টিকা দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। তারা সবাই প্রথম শ্রেণির স্বাস্থ্যকর্মী। তিনি বলেছিলেন, দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে টিকা দেওয়া হবে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে আসানসোল সুকান্তপল্লি মাঠ সংলগ্ন এলাকায় আসানসোলে টিকা দেওয়া হবে। এই দুটি জায়গা ছাড়াও জেলার আটটি ব্লকের প্রতিটি জায়গায় একটি করে টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *