পাঁচড়া অঞ্চল কর্মী সম্মেলন ভারতীয় জনতা পার্টির
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ২০২৩ পঞ্চায়েত নির্বাচন দোরগড়ায় একপ্রকার কড়া নাড়ছে। আসন্ন পঞ্চায়েত ভোট কে পাখির চোখ করে রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে নেমে ঘর গোছানোর কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠছে রাজনৈতিক দল গুলি।অনুরূপ ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুর ২ নাম্বার মন্ডলের নাবড়শোল গ্রামে বিজেপির পাঁচরা অঞ্চল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার।সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আবাস দূর্নীতির বিরুদ্ধে নেতৃত্বগন সোচ্চার হয়ে ওঠেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা,
যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, ওবিসি মোর্চার জেলা সভাপতি সুখময় গড়াই,দুবরাজপুর বিধানসভার কনভেনার সুকুমার নন্দী, দুবরাজপুর ১ নাম্বার ও ২ নাম্বার মণ্ডলের সভাপতি গণেশ ঘোষ ও রথীলাল সিংহ, ব্লক কনভেনার মন্ত্রী রাম ঘোষ এবং কো কনভেনার প্রদীপ রুইদাস সহ ভারতীয় জনতা পার্টির জেলা, বিধানসভা ও মন্ডল নেতৃত্ব বৃন্দ।।