পাঁচমুড়া কলেজের ভূগোল বিভাগের বিশেষ উদ্যোগ
।
সাধন মণ্ডল বাঁকুড়া :—পাঁচমুড়া কলেজের ভূগোল বিভাগের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পাঁচমুড়া এলাকার মাটির দূষক পদার্থ এবং জলদূষক পদার্থ চিহ্নিত করার জন্য এলাকার বিভিন্ন জায়গায় মাটি এবং জল সংগ্রহ এর কাজে ঝাঁপিয়ে পড়েছে। জল ও মাটি পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য অঞ্চলের বিভিন্ন এলাকাতে পাড়ি দিয়েছেন। হাতে-কলমে পানীয় জল পুকুরের জল তারা সংগ্রহ করছে। ল্যাবরেটরি তে তারা টেস্ট করতে চায় দূষক পদার্থ চিহ্নিত করতে চায় বলে জানালেন পার্থ কর্মকার গৌতম মহন্ত, স্বর্ণলতা নন্দী এবং অতনু সেন। শিক্ষক শিক্ষিকা বলেন ছেলেমেয়েরা কতটা শিক্ষিত হলো এবং গবেষণায় কতটা পটু হল সেটাই দেখার জন্য এলাকার বিভিন্ন জায়গায় মাটি এবং জল সংগ্রহ করা হচ্ছে। আকাশ কুম্ভকার বলেন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই ধরনের পরীক্ষা নিরীকার জন্য সংগ্রহের খোঁজে বেড়াতে আমাদের খুবই আনন্দ হচ্ছে আমরা মনোযোগ দিয়ে এই সংগ্রহের কাজটা করছি। এখন দেখা যাক পাঁচমুড়া কলেজের এই পর্যবেক্ষণ পাঁচমুড়া এলাকার মানুষের কতটা কাজে লাগে।
