পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন।
—সাধন মন্ডল বাঁকুড়া:———বাঁকুড়া জেলার টেরাকোটা গ্রাম পাঁচমুড়া। এই পাঁচমুড়া গ্রামে জনৈক সমাজসেবী ভজন দত্তের একক উদ্যোগে ও প্রচেষ্টায় ছোট বৃন্দাবন ধাম গড়ে উঠেছে। যার নাম হল ত্রিধারা মিলন মন্দির। এই মন্দির দর্শন করতে সারা বছর ধরে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর ,জেলা সহ কলকাতা ও সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ হাজির হয়ে থাকেন। সারা বছরই ভিড় লেগে থাকে বিশেষ করে ভিড় জমে ওঠে শ্রীকৃষ্ণের দোলযাত্রা, জন্মাষ্টমী উৎসব, ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রা উৎসব। রথযাত্রার আগের দিন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য প্রতিবছর আজকের দিনটি ত্রিধারা মন্দির পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট থাকে। পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও রথযাত্রা উপলক্ষে এ ত্রিধারা মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা অন্যতম ব্যক্তিত্ব সমাজসেবী শ্রী ভজন দত্তের বাড়ি থেকে ঠাকুরকে শোভাযাত্রা সহকারে পাঁচমুড়ার বাজার পরিক্রমা করে মিলন মন্দিরে নিয়ে আসা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আগামী তিন দিন ধরে ভগবান ত্রিধারা মিলন মন্দিরে বিরাজ করবেন। এই তিন দিন মিলন মন্দির প্রাঙ্গণে ধুমধামের সঙ্গে নাম সংকীর্তন এবং গণভোজনের ব্যবস্থা রয়েছে। সবে মিলে রথযাত্রা উপলক্ষে পাঁচমুড়ার মিলন মন্দির আগামী তিনদিন জমজমাট থাকবে।