পাঁচ লক্ষাধিক টাকার জাল লটারি সহ ধৃত একব্যক্তি খয়রাসোল থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
ভৌগলিক অবস্থান অনুযায়ী বীরভূম জেলার পশ্চিমে সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্য, দক্ষিণে অজয়নদ পেরিয়ে পশ্চিম বর্ধমান জেলা। এই দুই এলাকার মধ্যে যোগসাজশে সাইবার ক্রাইম থেকে শুরু করে অবৈধ কয়লা,মদ কারবারীদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে কাঁকরতলা, খয়রাসোল,লোকপুর, রাজনগর, দুবরাজপুর থানা এলাকায়। যদিও পুলিশের তৎপরতায় প্রতিটি থানা এলাকায় জাল লটারির টিকিট কারবারীরা ধরাও পড়ে। কিছু কিছু ক্ষেত্রে সাইবার অপরাধীরাও ধরা পড়ে বিভিন্ন সময়ে। সেরূপ খয়রাসোল থানার ওসি সেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার আমাজোলা গ্রামে অতর্কিতে হানা দিয়ে হরিদাস গোপ নামে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ধৃতের কাছ থেকে পাঁচ লাখ টাকার জাল লটারির টিকিট উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে জাল লটারির টিকিট গুলো পশ্চিম বর্ধমান জেলার ছত্রিশগন্ডার পল্টু সিং এর কাছ থেকে তুলে নিয়ে আসে এলাকায় বিক্রির জন্য। যদিও পুলিশের গন্ধ পেয়ে পল্টু সিং গাঢাকা দেয়। খয়রাসোল থানার পুলিশ ধৃত ব্যাক্তির নামে ১৪২/২৫ তারিখ ৮/৮/২৫ তারিখে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর।