খায়রুল আনাম, সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা
বীরভূম : নির্বাচন কমিশনের জবাব চাওয়ার পরিপ্রেক্ষিতে নানুরের বাসাপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা শেখ আলম নানুর বিডিও এবং নানুর থানায় গিয়ে তার বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জানালেন যে, তার মুখ দিয়ে যে কথা বেরিয়ে গিয়েছে, তা তিনি বলতে চাননি। তার মুখ ফস্কে ওই কথা বেরিয়ে গিয়েছে। এজন্য তিনি দুঃখিত এবং দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। লিখিতভাবেই তিনি এ কথা জানিয়ে এলেন।