‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়’ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
বছরে দু কোটি চাকরি ১০ বছরে। কুড়ি কোটি চাকরি মিলা ? শো-দিন মে কালা ধন লায়েঙ্গে। হার একাউন্টে ১৫ লক্ষ টাকা দেঙ্গে। মিলা? ১৫ টাকা নাহি মিলা। ২০২২ মে ঘর ঘর মে পাইপ হোগা। পাইপ মে জল হোগা। ২০২৪ মে নেহি হুয়া । আপ বোলরাহে ২০৪৭মে হোগা । এ হে মোদি কা গ্যারান্টি। বিজেপিকা মতলব ‘ভারতীয় ঝুটা পাটি ‘ ভাতারে নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সোমবার পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামের ঐতিহ্যবাহী বড়মার কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে দিনভর প্রচার সারেন তৃণমূল প্রার্থী। ভাতার বাজারে জনসংযোগ যাত্রা, ভাতারের নাসিক গ্রামে বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে কর্মী সম্মেলন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরে ভাতারের খেরুর গ্রামে খেপিমার মন্দিরে পুজো দিয়ে ভাতারের কুবাজপুর মোড়ে কর্মী বৈঠক সারেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী , ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ ,রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোণার, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, ব্লক যুব সভাপতি অমিত হুই,
সহ-সভাপতি জুলফিকার আলী, তৃণমূল নেতা অশোক হাজরা, যুবনেতা শফিকুল আলম সহ অন্যান্যরা।