পাঞ্চাবের নিহত দুস্কৃতিদের ধর্মতলায় ডেরা গড়ার পরিকল্পনা ছিল

Spread the love

গোপাল দেবনাথ, অতিথি সম্পাদক,


চলতি সপ্তাহে কলকাতার বুকে এসটিএফের হাতে নিহত দুই পাঞ্চাবের দুস্কৃতিদের ডেরায় উদ্ধার হওয়া জিনিসপত্র দেখে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। একাধারে যেমন ভুয়ো গাড়ির লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন সহ ৮০ টি ভুয়ো পরিচয়পত্র মিলেছে। ঠিক তেমনি ল্যাপটপ, পেন ড্রাইভ থেকে মিলেছে নানান সূত্র।শুধু তাই নয় উর্দু ভাষায় পাকিস্তানের ঠিকানা লেখা মিলেছে এক প্লাস্টিক। নিহতদের সাথে পাকিস্তানের কোন সূত্র রয়েছে কিনা,তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।এই দুদিনের তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন – ধর্মতলায় ডেরা গড়ার পরিকল্পনা ছিল।ইতিমধ্যেই এসটিএফের হাতে নিহত দুই পাঞ্চাবের দুস্কৃতিদের ব্যবহৃত ঘরটির ফরেন্সিক তদন্ত  সহ প্রায় সব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ করা হয়েছে। সোমবার এইসব রিপোর্ট জমা দেওয়ার কথা।সেইসাথে দেহ নিতে জয়পাল সিংহ ভুল্লার এবং যশপ্রীত খাড়ার পরিবার এসেছে কলকাতায়।নিউটাউনের সাপুরজি এলাকার বি ব্লকের টাওয়ারে এদের ঘরে কয়েকজন এসেছিল।তারা কারা? তা সংশ্লিষ্ট এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ রেজিস্টার বুক দেখা হচ্ছে।৮০ টি ভুয়ো পরিচয়পত্র কেন করা হয়েছিল, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *