পাড়ায় সমাধান পরিদর্শনে সভাপতি সহ জনপ্রতিনিধিগণ
সেখ সামসুদ্দিন, ২৯ আগস্টঃ পাড়ায় সমাধানে আজকে জামালপুর ১ ও ২ অঞ্চলে বেত্রাগর প্রাথমিক বিদ্যালয় ও কালারাঘাট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, বি এল আর ও প্রত্যুষ বাগ, এফ ই ও অর্ণব কুইল্যা, দুই অঞ্চলের প্রধান ডলী নন্দী ও মিঠু পাল, জামালপুর ১ উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ১ অঞ্চল সভাপতি আব্দুল আলীম সহ অন্যান্যরা। ক্যাম্পের প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন তারা। যারা সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করছেন তাদের সাহায্য করেন। মেহেমুদ খান বলেন পাড়ার মানুষ নিজেরাই নিজেদের পাড়ার উন্নয়নের কাজ ধরাচ্ছেন। আর তাদের দাবি মতোই গুরুত্ব অনুযায়ী সেই কাজ গুলি করা হবে। মূলত দেখা যাচ্ছে রাস্তা, ড্রেন, রাস্তা, স্ট্রিট লাইট, অঙ্গণওয়ারি কেন্দ্রের সংস্কার এই সব বিষয়েই দাবি জানাচ্ছেন ।