কাজল মিত্র
মন্দির নির্মাণের জন্য 50 হাজার সাহায্য প্রদান সহ গাছের চারা রোপন
পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাঙ্কোলার বালুডাঙ্গায় মন্দির নির্মাণের জন্য বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।এদিন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি মন্দিরে পুজো করেন ও ভগবানের আশীর্বাদ নেন। এরপরে তিনি মন্দিরের ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।তাছাড়া তিনি মন্দির চত্তরে বৃক্ষ রোপন করেন ।তিনি বলেন প্রায় ৬ মাস আগে যখন আমি দিদিকে বলো কর্মসূচিতে এই এলাকা দিয়ে যাচ্ছিলাম। তখন আমাকে এলাকার বাসিন্দারা এই মন্দির নির্মাণে সাহায্য করার অনুরোধ করেছিলেন। সেই মতো আমরা সবাই মিলে সাহায্য করে ৫০ হাজার টাকা সংগ্রহ করি৷ সেই টাকা আজ দেওয়া হলো, যাতে মন্দির তৈরী করা যায়। তিনি আরো বলেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তিনি যেন সবাইকে খুশি রাখেন। কারোর চোখে জল না আসে। যদি কারোর চোখে এরপরও যদি জল আসে, তাহলে তা আমরা সবাই মিলে সেই জল মোছার চেষ্টা করবো।তাছাড়া তিনি সকলকে বলেন যে এই করোনা মহামারিতে সকলে সাবধানে থাকবেন ও মুখে মাস্ক ব্যাবহার করবেন ।