পারমিট না থাকলে ধর্মতলা প্রবেশ নয় বাসের, জানালো হাইকোর্ট 

Spread the love

পারমিট না থাকলে ধর্মতলা প্রবেশ নয় বাসের, জানালো হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

 ধর্মতলায় সেন্ট্রাল বাস টার্মিনাস এলাকায় বিভিন্ন জেলা ও শহরতলি থেকে যে সব বাস আসে তাদের সঠিক পারমিট না থাকলে এবার সেই বাসের পারমিট পুরোপুরি বাতিল  করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রীতিমত মাঠে নেমে বাসের পারমিট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল রাজ্য পরিবহন দফতর ও কলকাতা পুলিশকে। জেলা বা শহরতলি থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস এনে শহিদ মিনার থেকে ছাড়ার ক্ষেত্রে থাকতে হবে রাজ্য পরিবহন দফতরের  নির্দিষ্ট পারমিট। এমনকি ২০০৪ সালের পর থেকে নতুন করে পারমিট দেওয়া বন্ধও করে দেওয়া হয়। পারমিট না থাকলে কলকাতা পুলিশের সহযোগিতায় জরিমানা আদায়ের প্রক্রিয়াও চালু রয়েছে। তারপরেও মহানগরের  এই বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত এমন বহু বাস আসছে যাদের এই বাসস্ট্যান্ডে আসার অনুমতি নেই।এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -‘ সরকারের জরিমানা আদায়ের পরও বন্ধ করা যাচ্ছে না বাসমালিকদের বেআইনি কার্যকলাপ’। এরফলে আরও কড়া নির্দেশ আদালতের। সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়, -‘পরিবহন দফতরের একটি প্রতিনিধি দল এই এলাকায় প্রতিটি বাসে তদন্তে নামবে। সঠিক পারমিট না থাকলে প্রথমে গাড়িটিকে আটক  করা হবে। যে গাড়ি আগেও পারমিট না থাকার কারণে জরিমানা দিয়েছে বলে দেখা যাবে, সেই গাড়িকে প্রথমে শোকজ  নোটিশ ধরানো হবে। এবং তারপর পারমিট বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। এই গোটা প্রক্রিয়ায় পরিবহন দফতরকে সহযোগিতা করবে কলকাতা পুলিশ বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *