লোমহর্ষক খেলা নিয়ে আবারও অজন্তা সার্কাস পার্ক সার্কাসে
তাপস রায় ,
কলকাতার পার্ক সার্কাসের সার্কাস ময়দানে চলছে অজন্তা সার্কাস। গত ৮ ডিসেম্বর শুরু হয়েছে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। টানা ৫০ বছর কলকাতার এই সার্কাস কর্তৃপক্ষ রাজ্যবাসীর হৃদয় জয় করে চলেছে।প্রত্যেহ দুপুর ১ টা, বিকেল ৪ টা এবং সন্ধে ৭ টা থেকে চলছে এই শো। টিকিট ১৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রয়েছে । ক্ষুদে পড়ুয়াদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে বলে জানা গেছে। অজন্তা সার্কাসে রাশিয়া – মাঙ্গোলিয়া – উজবেকিস্তান প্রভৃতি দেশ থেকে শিল্পীরা রয়েছেন বলে জানিয়েছেন রবিউল হক মহাশয়।



Post Comment