“পার্লামেন্টে বি আর আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ভাতারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা।
গত রবিবার জেলায় জেলা সভাপতি বার্তা দেওয়ার পরই ভাতার বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
পার্লামেন্টে বি আর আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ভাতারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও পথসভা।
কর্মীদের উৎসাহ ছিল চোখের পল। পড়ার মতো কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আজ হাজির হয়েছিলেন ভাতার বাজারে।
গোটা ভাতার বাজার পরিক্রমা করে সেটা নাসিক গ্রাম মরে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন “পহেলা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিব। সেই প্রতিষ্ঠা দিবসের সকলকে উপস্থিত থাকতে হবে।
মূলত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্য যারা রয়েছেন তাদের একান্তই উপস্থিত থাকতে হবে।
যদি না থাকেন তাহলে জানব তিনি তৃণমূল কংগ্রেস করেন না।”
বিধায়কের এই বক্তব্যে জোর চর্চা রাজনৈতিক মহলে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।