পার্শ্ব আইনী সহায়কদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মানব পাচার প্রতিরোধে পার্শ্ব আইনী সহায়কদের ভূমিকা বিষয়ক এক আলোচনা চক্রের আয়োজন করা হয় বুধবার সিউড়ী জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের কার্যালয়ে। আয়োজক বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও ইন্টারন্যাশানাল জাষ্টিস মিশন। বীরভূম জেলায় পার্শ্ব আইনী সহায়ক হিসেবে কর্মরত আছেন এরূপ সদস্যদের নিয়ে এদিন চলে প্রশিক্ষন শিবির। আলোচ্য বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয় যে, পাচার কাকে বলে, কি ভাবে হয় ও পাচার প্রতিরোধে করনীয় ভূমিকা কি সে বিষয়েই মূলত আলোকপাত করা হয়। সমাজের বুকে যখনই অপরাধ ঘটবে তা চিহ্নিত করা এবং কতৃপক্ষের নজরে আনা। এই আলোচনা চক্রের উদ্বোধন করেন জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান সুদেষ্ণা চ্যাটার্জি (দে)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক মহম্মদ রুকনুদ্দীন। প্রশিক্ষন দেন ইন্টারন্যাশাসাল জাষ্টিস মিশনের স্টেট কো অর্ডিনেটর আইনজীবি পিয়ালী মুর্খাজী সরকার, রবিন পাল।