পালিত হলো বিদ্যাসাগরের জন্মদিবস
সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, গুসকরা, পূর্ব বর্ধমান -:
একটি ছোট্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুসকরা পুরসভার উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদা সহকারে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিন পালিত হয়।
গুসকরা স্কুলমোড়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, কাউন্সিলার সাধনা কোনার, যমুনা শিকারী, চণ্ডীচরণ ব্যানার্জ্জী, মাধব সাহা এবং জগন্নাথ ব্যানার্জ্জী, সুভাষ গোস্বামী সহ বেশ কয়েকজন পুরকর্মী। এছাড়াও অনেক পথচলতি মানুষও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।
কুশল বাবু তার বক্তব্যে বিদ্যাসাগরের বর্ণময় কর্মজীবনের বিভিন্ন অংশ সবার সামনে তুলে ধরেন।