মঙ্গলকোটের পালিশগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প, পরিদর্শন করলেন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট ব্লকেও শুরু হয়েছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার ক্যাম।
১২৯ ,১৩০ ও ১৩১এই সংসদ গুলি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প।
বিধায়ক ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য জানান,এলাকার মানুষ ক্যাম্পে এসেছেন তাদের নানান সমস্যা নিয়ে।
সেগুলি প্রশাসনের আধিকারিক কে দ্রুত সমাধান করে দেওয়ার আবেদন জানালাম আজ।
ক্যাম্পে পরিষেবা পেয়ে খুশি সাধারন মানুষ।
পালিশগ্রামের বেশ কিছু রাস্তার পাশে আলোর ব্যবস্থা করা হোক দাবী জানান স্থানীয়রা।
পাশাপাশি কিছু রাস্তা সংস্কার করা হোক দাবী জানান গ্রামের সাধারণ মানুষ।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহা জানান সাধারণ মানুষ আসছেন ক্যাম্পে তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানাচ্ছেন।
খুব তাড়াতাড়ি সেগুলি সমাধান করে দেয়া হবে।।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।