পালিশগ্রাম সমবায় সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল, খুশির হাওয়া তৃণমূল শিবিরের।
মঙ্গলকোটের শিমুলিয়া ২ অঞ্চলের পালিশগ্রাম রয়েছে একটি সমবায় সমিতি।
সেখানে মোট ভোটার সংখ্যা হল ২৫০০ জন আর প্রার্থী রয়েছে ৭২ জন।
তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।
এরপর নয় জনের একটি কমিটি গঠন করে নতুন বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস বলে জানা গেছে সমবায় সমিতি থেকে।
গত দশ বছর এই সমবায় সমিতির কোন ভোট হয়নি। দশ বছর পর এই প্রথম ভোট হল ।এলাকার মানুষ মনে করছে উন্নয়ন ঘটবে সমবায় সমিতির এবং এলাকার চাষিরা সুযোগ সুবিধা পাবে।
আজ এই সময় সমিতির ভোটে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, শিমুলিয়া দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব।
মঙ্গলকোট থানার পুলিশের বিশেষ নজরদারি ছিল এলাকায়।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।