পিছিয়ে পড়া মানুষের জন্য গঠিত হলো “বেঙ্গল মাইনোরিটি ফোরাম”- এর শুভ সূচনা বারাসাতে।
পারিজাত মোল্লা,
সব শ্রেণির পিছিয়ে পড়া মানুষের সার্বিক কল্যাণে তথা শিক্ষা, স্বাস্থ্য সংস্কৃতির উন্নয়নে কাজ করার মানসিকতা ও অঙ্গীকারবদ্ধ হয়ে বিশ্ব নবী দিবস উদযাপনের দিনে নতুন এক সংগঠন “বেঙ্গল মাইনোরিটি ফোরামের” শুভ সূচনা হয় বারাসাতের মুরালি আমিনিয়া বালিকা মাদ্রাসায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডক্টর শেখ কামাল উদ্দিন।
কারী বাহারুল ইসলামের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনের আলোচনা সভার সূচনা হয়।
উপস্থিত ছিলেন শতাধিক বুদ্ধিজীবী, আলেম ওলামা, ডাক্তার, উকিল,শিক্ষাবিদসহ পীরজাদা মাওলানা হাসানুজ্জামান।
আলোচনা সভার সঞ্চালনা করেন শিক্ষক সামিম আলতাফ।
সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক জনাব সিয়ামত আলি, সংগঠনের প্রয়জনীয়তা ও উপকারিতা নিয়ে বলেন, সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, এছাড়া বক্তব্য রাখেন সেখ ফিরোজউদ্দিন, বারাসাত ইমাম অর্গানাইজেশন ও ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মাওলানা আকবর আলি, হাবিবে আজম প্রমুখ। আলোচনা সভার সভাপতি জনাব ড. সেখ কামালউদ্দিন বলেন, সমাজে বহু সংগঠন বা সংস্থা আছে কিন্তু বেঙ্গল মাইনোরিটি ফোরাম ব্যতিক্রমী সংগঠনে পরিনত হবে। স্বচ্ছতার সাথে মানুষের কল্যাণে কাজ করবে। ধারাবাহিকতা বজায় রাখলে সংগঠনটি একদিন মহিরুহে পরিনত হবে।
আলোচনার শেষে মতবিনিময়ের মাধ্যমে একটি কমিটি করা হয়।
সংগঠনপর চিফ অর্গানাইজার ড.সেখ কামালউদ্দিন, সভাপতি বিশিষ্ট আইনজীবী সেখ মইনুল হক, সহ সভাপতি মহঃ বদরুল আলম, হাবিব আজম, সাধারণ সম্পাদক সিয়ামত আলি, সহ সম্পাদক আবু সিদ্দিক খান, সেখ ফিরোজউদ্দিন, ট্রেজারার রজব আলি গাজি, ক্যাশিয়ার সেখ সামিম আলতাফ, সেখ জাহির আব্বাস।
সদস্য, সেখ আব্দুর কবির,মহাসিন ঢালি, জাফরুল আলম, কাজী তৈয়েবুল্লাহ প্রমুখ। দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্তি ঘটে।