পুজোর খরচ বাঁচিয়ে দুঃস্থদের বস্ত্রদান, খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড়ে

Spread the love

পুজোর খরচ বাঁচিয়ে দুঃস্থদের বস্ত্রদান, খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড়ে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পঞ্জিকা অনুসারে গতকাল ছিল বিজয়াদশমী।দিনক্ষণের নিরীখে দুএকটি জায়গায় প্রতিমা বিসর্জন হলেও অনেকক্ষেত্রে এখন পর্যন্ত বিসর্জন হয়নি।তবে পুজোর নিয়মনীতি যথাযথ ভাবে পালনের খবর পাওয়া গেছে।পুজোর পরবর্তীতে আনুমানিক আয় ব্যায়ের তথ্য দেখে বাঁচত টাকা থেকে দুঃস্থদের নতুন বস্ত্র প্রদানের সিদ্ধান্ত নেয় খয়রাসোল ব্লকের কৃষ্ণপুর বড়জোড় গ্রামের সার্বজনীন দুর্গাপূজা কমিটি।সেই মোতাবেক এদিন রবিবার কমিটির পক্ষ থেকে গ্রামের অভাবগ্রস্ত ব্যাক্তিদের হাতে পুজো মন্ডপের সামনে নতুন বস্ত্র তুলে দেন।উল্লেখ্য এলাকা মূলত কৃষি নির্ভর।বিগত দুই বছর অনাবৃষ্টির ফলে কৃষিকাজ মার খায়। যার ফলে দিন মজুরদের রোজগারেও ঘাটতি দেখা দেয়। ভালো ধানচাষ হয়নি।সেই সমস্ত কথা বিবেচনা করে কমিটির এরূপ সিদ্ধান্ত বলে জানা যায়।বস্ত্র প্রদান অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন পুজো কমিটির অন্যতম সদস্য নিত্যানন্দ মন্ডল,মাধাই পাত্র,শংকর মন্ডল,চঞ্চল পাল,পঞ্চায়েত সদস্যা ঝুমকি সুত্রধর,সমাজসেবী নির্মল মন্ডল,বিশ্বনাথ পাত্র সহ কমিটির অন্যান্য সদস্যগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *