পুজোর ছুটিতে পাহাড়ের বুকে সেরা আস্তানা “আগমন”

Spread the love

পূর্ব সিকিমের ছোট্ট একটি গ্রাম আগমলোক … ‌ এখানে পাহাড় এবং সবুজ প্রাণে মোড়া এই আগমলোক… চারিদিকে শুধু পাহাড় সবুজ গাছ-গাছালি এবং মেঘের স্পর্শে মনে হয় যেন এক স্বর্গলোকে আমরা রয়েছি এবং আগমলোকের অপর নামও স্বর্গলোক , তাই প্রকৃতিও নিজের মতো করে এই আগমলোককে সযত্নে সাজিয়েছে , এই আগুন লোকে আমাদের হোমস্টে আগমন গড়ে উঠেছে নতুন সাজে প্রকৃতির মাঝে, এই হোমস্টে পরিবেশ শুধু মনোমুগ্ধকর নয় স্বাস্থ্যকরও বটে। এখানকার থাকা-খাওয়া আতিথেয়তা শুধু মনে রাখার মতই নয়, পাঁচজনকে বলার মত বটে, এখানে আসতে হলে শাটেল গাড়ি অথবা আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে আমাদের হোমস্টে আগুন লোকে এটি মূলত শিলিগুড়ি থেকে রংপো হয়ে রংলি বাজার হয়ে এই আগমলোক আসতে হয়। এখান থেকে দর্শনীয় স্থান সিল্ক রুট, বড় বাবা মন্দির , ছোট বাবা মন্দির, জুলুক ,এলিফেন্টা লেক, ছাঙ্গু লেক , বুদ্ধ মন্দির , আরিতার , পাদামচেন , গ্যাংটক আরো অন্যান্য মনোমুগ্ধকর জায়গায় খুব সহজেই যাওয়া যায় এবং এর সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে থাকি তাই দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি বুক করে নিন আপনাদের আগমন হোমস্টে এবং উপভোগ করুন সবুজ পাহাড়ে ঘেরা এক মনমুগ্ধকর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *