সাধন মন্ডল ,
জঙ্গলমহলের মন্ডলডিহা পুলিশ ফাঁড়িতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপুজো কমিটিগুলোকে চেক প্রদান অনুষ্ঠান।। অনুষ্ঠানে উপস্থিত আছেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি রাজকুমার সিংহ, ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুন গরাই, মণ্ডলডিহা পুলিশ ফাঁড়ির আধিকারিক বৃন্দ।