পুজো অঘটন

Spread the love

পুজো অঘটন

মৌসুমী মন্ডল (কলকাতা)

রুমকি যাবে মার্কেটে
লিস্টি করে দিন কাটে
কিনবে পোশাক-গয়না-জুতো সব,

বাড়ির লোকও একসাথে
কিনবে কী- তাইতে মাতে
চতুর্দিকে পুজো পুজো রব!

শপিংমলে বেজায় ভীড়
যায় না থাকা মোটেই স্থির
হাজার মানুষ ব্যস্ত কেনাকাটায়,

রুমকিও এ’দোকান-সে’দোকান ঘোরে
এটা-ওটা বাছাই করে
মাঝে মাঝে ফোনটা খানিক ঘাঁটায়।

আকাশ ভেঙ্গে হঠাৎ করে
বৃষ্টি নামে ভীষণ জোরে
থামলো রুমকি এক দোকানের নিচে,

বৃষ্টি থেকে বাঁচার আশায়
আরও মানুষ এসে দাঁড়ায়
ভীড় জমে যায় রুমকির আগে-পিছে।

বৃষ্টি শেষে আবার হাঁটা
এটা-সেটা কেনাকাটা
চোখ চলে যায় হঠাৎ ব্যাগের দিকে,

একি! ব্যাগের চেনটা খোলা!
আশঙ্কারা দেয় দোলা
হাসিখুশি ভাব কমে হয় ফিকে।

খুঁজলো ব্যাগের পকেটগুলো
টাকাকড়ি সবই পেলো
উধাও সাধের নতুন মুঠোফোন,

হতভম্ব বাড়ির সবে
ভেবেছিলো কেই বা কবে
ঘটবে হঠাৎ এমন অঘটন!

এমনি করেই অবিরত
দূর্ঘটনা ঘটছে যত
আর হচ্ছে পুজোর খুশি ম্লান।

অপ্রীতিকর কাণ্ড এমন
এড়িয়ে যেতে খুব প্রয়োজন
খোলা রাখা মগজ, চোখ আর কান।

কোটি লোকের এই দুনিয়ায়
মন্দ-ভালো চেনাই দায়
হবো সবাই তাই সাবধান বেশ,

অঘটনের মেঘ সরিয়ে
পুজো আসবে খুশি নিয়ে–
এই কামনায় করছি তবে শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *