সঞ্জয় হালদার
আজ ভোরে (09 August 2025) প্রায় রাত 2:45 মিনিটে চান্ডিল (CNI) ও নিমডি (NIM) স্টেশনের মাঝে দুটো মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রায় 15 টি বগি লাইনচ্যুত হয়েছে, যার ফলে আপ ও ডাউন উভয় লাইন বন্ধ রাখা হয়েছে
এর ফলে অনেক ট্রেন বাতিল ও বাইপাস করা হয়েছে।
যাত্রা শুরু করার আগে আপনার ট্রেনের সর্বশেষ অবস্থা জেনে নিন। অনেক ট্রেন দেরিতে পৌঁছাতে বা ছাড়তে পারে।
পুরুলিয়ায় দুটি পণ্যবাহী ট্রেন বেলাইন
