পুলিশের অপারেশন প্রাপ্তির মাধ্যমে তিন ব্যক্তিকে মোবাইল ফেরৎ খয়রাশোল থানায়

Spread the love

পুলিশের অপারেশন প্রাপ্তির মাধ্যমে তিন ব্যক্তিকে মোবাইল ফেরৎ খয়রাশোল থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
অসাবধানতাবশত পকেটে ভরতে গিয়ে, কখনো বা গাড়ি চালানোর সময় ইত্যাদি ভাবে নিজের অজান্তেই হারিয়ে যায় মোবাইল। বর্তমান পরিস্থিতিতে এটা শুধু একটা কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। যোগাযোগ সহ বিভিন্ন তথ্য বহুল কার্যক্ষেত্রে যুক্ত মোবাইল।তাই হারিয়ে গেলে আপসোস এর সীমা থাকেনা। অন্যদিকে সেটা খুঁজে পাওয়া গেলে তখন আনন্দের সীমা থাকেনা। সেরূপ খয়রাশোল থানা এলাকা আমাজোলা গ্রামের শিবনাথ জমাদার,রতনপুর কলোনির অনন্ত বিশ্বাস ও লোকপুর থানা এলাকার নাকড়াকোন্দা গ্রামের নবকুমার নাথ তিনজনেরই পৃথক পৃথক ভাবে মোবাইল হারিয়ে যায়। যার মধ্যে দুইজনের বাড়ী স্থানীয় থানার ভীমগড় লাগোয়া এলাকায় এবং অন্যজনের বাড়ী লোকপুর থানার নাকড়াকোন্দা নিজ গ্রাম লাগোয়া এলাকায় হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত স্থানীয় থানার দ্বারস্থ হয়।খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় প্রায় তিন মাস পর মোবাইলগুলো উদ্ধার করেন । সোমবার পুলিশের অপারেশন প্রাপ্তির মাধ্যমে হারিয়ে যাওয়া প্রকৃত মোবাইল মালিকদের খয়রাসোল থানায় ডেকে তাদের হাতে তুলে দিলেন মোবাইল গুলো। খয়রাশোলে থানা পুলিশের সহযোগিতায় হারানো মোবাইল ফেরৎ পেয়ে মোবাইল মালিকদের চোখে মুখে হাসির রেখা সাথে স্থানীয় থানার পুলিশদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *